ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় আ’লীগ নেতা আহত


টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল হালিম গুরুত্বর আহত হয়েছেন। ধনবাড়ী উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদোষী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার( ২ জুন ২০)ইং দুপুর সাড়ে ১২ টার দিকে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র বড় ভাই আব্দুল হালিম তিনি মোটর সাইকেল যোগে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ অফিসের দিকে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন এসময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী বাস তাকে পাশে চাপা দেয়।
সাথে সাথেই তিনি মোটর সাইকেল থেকে পাঁকা রাস্তায় পড়ে গিয়ে হাতে হাঁটুতে ও মাথায় চোখের উপরে মারাত্মকভাবে আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গেই তাকে আমরা উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।
আহত আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম তিনি ও তার পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন আগেও তিনি সকাল বেলায় রাস্তায় হাটতে বের হলে ঐ ধনবাড়ী পৌর শহরের বকলবাড়ী মোড় এলাকায় জামালপুর দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে তড়িৎগতিতে ঢাকার দিকে চলে যায়।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. চাঁন মিয়া জানান, সংবাদ পাওয়া মাত্রই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি । তাদের কে আইনগত ব্যাবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। যদি তারা আইনগত কোন পদক্ষেপ নেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।