টাঙ্গাইলে অসহায় ও দুস্থদের মাঝে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি ঈদ উপহার বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, শনিবার, ২৩ মে ২০২০ | ৫৮৯

বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর দূর্যোগময় সময়ে মে, ২০২০ মাসের এক কর্মদিবসের বেতন দিয়ে করোনা (কোভিড-১৯) সহায়তা তহবিল থেকে অসহায় ও দুস্থদের সহযোগিতা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের সামনে ঈদ সামগ্রী বিতরন করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান এর নেতৃত্বে এ সহযোগিতা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাসরত অসহায় কর্মহীন, দরিদ্র ও দুস্থদের সহায়তা অনুদান হিসেবে ঈদ সামগ্রী প্রদান করা হয়। প্রত্যেককে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, গুড়ো দুধ দেওয়া হয়।