টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ | ৬৪৯

টাঙ্গাইল শহরের পদ্মমনি পুকুর থেকে ভবঘুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।  বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় কাউন্সিলর হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে ওই ব্যক্তি শহরের পদ্মমনি (বড় পুকুর) পুকুর ঘাটে গোসল করতে নামে। তার পর তিনি আর ডাঙ্গায় উঠেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।