পঞ্চগড়ে ভাইয়ের হাতে ভাই খুন

আমিরুল ইসলাম
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, বুধবার, ২০ মে ২০২০ | ৪৩৩

পঞ্চগড়ের বোদায় বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

ছাগলে মরিচ ক্ষেত খাওয়ানো কেন্দ্র করে বড় ভাই সোনা মিয়ার (৫৫) সঙ্গে ছোট ভাই সবুর আলীর (৫৩) হাতাহাতির (ধস্তাধস্তি) ঘটনা ঘটে। এতে ছোটভাই সবুর আলীর মৃত্যু হয়েছে।  সবুর ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশে মরিচ ক্ষেতে ছাগল প্রবেশ করে মরিচ গাছ খাওয়ায় বড় ভাই সোনা মিয়ার সঙ্গে ছোট ভাই সবুর আলীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপযার্য়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছোট ভাই সবুর আলী অজ্ঞান হয়ে পড়ে। গ্রাম্য চিকিৎসক নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করলে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। 

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান ভাইয়ে ভাইয়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।