পঞ্চগড়ে করোনা আক্রান্তদের প্রথম একজনের মৃত্যু

আমিরুল ইসলাম,পঞ্চগড়
প্রকাশিত: ০৪:২২ পিএম, মঙ্গলবার, ১৯ মে ২০২০ | ৪০৬

পঞ্চগড়ে করোনা শনাক্তের পর প্রথমবারের মত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বোদা উপজেলার সাঁকোয়া ইউনিয়নের প্রধান পাড়া এলাকায় আমিনুর ইসলাম (৬৩)।

মঙ্গলবার সকালে তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান মৃত্যুর  তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ ঢাকা ফেরত এবং আগে থেকেই কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানান, গত ১৫ মে ওই বৃদ্ধ তার স্ত্রীর মরদেহ নিয়ে স্বপরিবারে ঢাকা থেকে পঞ্চগড়ের বাড়িতে আসেন। ওই দিনই তাদের বাড়িটি লক ডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন। একই দিন বিকেলে ওই পরিবারের চারজনের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে রোববার ওই বৃদ্ধের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, পঞ্চগড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং সাত জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা চিকিসাধীন রয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।