কুমুদিনী হাসপাতালে নেটওয়ার্কিং সভা


আন্তর্জাতীক সংস্থা ক্রিস্টিয়ান বøাইন্ড মিশন (সিবিএম ) এর প্রতিবন্দীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বিষয়ক প্রকল্পের উদ্যোগে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ মিলনায়তনে এই নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সংস্থার কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, চিকিৎসক উপস্থিত ছিলেন।
কুমুদিনী হাসপাতলের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার সভায় সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, প্রকল্পের ব্যবস্থাপক ডা. এস এম শহীদল্লাহ, সিডিডি কর্মকর্তা অনিকা ইসলাম লিপি,প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. আরিফ হোসেন, লতীফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল,ভাহগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহরুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদসা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান, সমাজসেবা অফিসার খাইরুল ইসলাম, সখিপুর প্রতিবন্দী ফাউন্ডেশনের সভাপতি সুমন সাহা, কালিয়াৗকর প্রতিবন্দী ফাউন্ডেশনের সভাপতি নুরুজ্জামন প্রমুখ।
সভায় বাংলাদেশ সরকার প্রনীত প্রতিবন্দী নীতিমালা এবং তাদের জন্য সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কার কি করনীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সকলের সহযোগীতায় প্রকল্পের কাজকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যাক্ত করা হয়।