আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে

কালিহাতীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | ৪৪৮

“নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিজা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্জাহান রেজা, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার ফজিলা আক্তার লিলি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিদেশগামী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের এল.টি.সি কো-অর্ডিনেটর আজিজার রহমান, উপজেলা ফিল্ড অর্গানাইজার মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তা সাইফুন নাহার খান(কনা), উপজেলা রেডাক কর্মকর্তা আবু আলম শাহ ফকির প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ব্র্যাক ওয়াসা কর্মকর্তা নাজমুল কবির।