আওয়ামীলীগের মহিলা নেতা কর্মীদের শীত বস্ত্র বিতারণ করলেন ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮ | ৮০১

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন গত বারের ন্যায়ও এবার টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের সকল মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতারণ করেছেন।

আজ শুক্রবার সকাল থেকে তার নিজ বাসভবনে প্রায় ১১০০ জন মহিলা নেতা কর্মীদের মাঝে একটি করে কম্বল ও চাদর বিতারণ করেন।এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেত্ববৃন্দ।

শীত বস্ত্র নিতে আসা কাকুয়া ইউনিয়নের এক কর্মী মোছাঃ শাহিদা বেগম বলেন আমি অনেক দিন যাবৎ আওয়ামীলীগের সাথে জড়িত আছি কিন্তু কখনও দেখেনি কোন নেতা মাঠ পর্যায়ে নেতা কর্মীদের জন্য কিছু করতে।

কিন্তু এই এমপি সাহেব শুধু জনসাধারনকে না আওয়ামীলীগের মাঠ পর্যায়ে নেতা কর্মীদেরও তিনি বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন। আমাদের এমপি ছানোয়ার হোসেন সত্যিই সাদা মনের মানুষ।