আজও টাঙ্গাইলে আক্রান্ত পাঁচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, বুধবার, ১৩ মে ২০২০ | ২৯৫৮

টাঙ্গাইলে আজও নতুন করে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়ালো । 

বুধবার (১৩ মে) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত পাঁচজনের মধ্যে জেলার নাগরপুরে ৪ জন আর ঘাটাইলে ১ জন শনাক্ত হয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন জানান, গত ১১ মে ১০৫ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৫ জনের নমুনা পজিটিভ হয়েছে। এর মধ্যে নাগরপুরে ৪ জন ও ঘাটাইলে ১ জন । তাদের চিকিৎসা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।