সরকারী চাল আত্মসাৎতের অভিযোগে চরফ্যাশনে ইউপি সদস্য সাময়িক বরখাস্ত


সরকারী চাল আত্মসাৎতের অভিযোগে চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার(১২ মে) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার ৭ মে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন মাহমুদের নেতৃত্বে চরফ্যাশন উপজেলা খাদ্য পরিদর্শক মো.আকবর হোসেন ও দুলার হাট থানা পুলিশের সহায়তায় আহাম্মদপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে ৫ বস্তা ভিজিএফ সরকারী চাল ও ১১ টি খালী বস্তা উদ্ধার করা হয়।
ওই রাতেই সরকারী চাউল আতœসাৎতের অভিযোগে ইউপি সদস্য মো. কামাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুলার হাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় শুক্রবার গ্রেফতারকৃত ইউপি সদস্য মো. কামাল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে ইউপি সদস্য মো. কামাল হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।