মির্জাপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৫ পিএম, রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ | ৫৭৫

বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার রাত আটটায় উপজেলার গোড়াই ইউনিয়নের ডাকবাংলালো মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  যুবলীগ নেতা খন্দকার নিশাত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে।

খেলায় শামীম নিবির জুটিকে পরাজিত করে সাইফুল ইসলাম ও বিপণ জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মঈন হোসেন রাজীব ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম এরশাদ।

এসময় যুবলীগ নেতা খন্দকার নিশাত, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সহ-সভাপতি তাজুল ইসিলাম প্রমুখ উপস্থিত ছিলেন।