টাঙ্গাইলে সৎ মাকে মেরে আহত করায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক


টাঙ্গাইলের কালিহাতীতে বৃদ্ধা সৎ মাকে মারধর ও জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফি কামাল সিদ্দিকী সোহেল (৪৫) ও তার ভাই সুমন সিদ্দিকীর (৩৫) বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যার দিকে তাদের আটক করে বৃহম্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কদিম হামজানি গ্রামে।
বুধবার পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ির জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সৎ মাকে মারধর করেন। সেইসাথে বাড়িতে রোপনকৃত গাছপালা কেটে নষ্ট করে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকী। আহত সৎ মা কালিহাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন এ ঘটনায় বুধবার বিকালে শফি কামাল সিদ্দিকী সোহেল, সুমন সিদ্দিকী, আয়েব আলী, নারগিস সিদ্দিকী, বিথী সিদ্দিকীকে আসামি করে থানায় মামলা করেছেন সৎ মা সুলতানা বেগম। পরে শফি কামাল সিদ্দিকী সোহেল ও তার ভাই সুমন সিদ্দিকীকে আটক করা হয়েছে।