বাগাতিপাড়ায় করোনা কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ


সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাসে সংকট মোকাবেলায় কর্মহীন হত-দরিদ্র একশ’জন বাস , ট্রাক , আটো, সিএনজি চালকদের মাঝে নিজেস্ব অর্থায়ানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাগাতিপাড়া যুগিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল কেজি চাল, ডাল, আলু এবং সাবান।