সখীপুরে ভাতিজাদের হাতে চাচা খুন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৫১ পিএম, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ | ৫৩৩

টাঙ্গাইলের সখীপুরে জমিতে রাতের বেলায় ধান কাটতে বাধা দেওয়ায় ভাতিজাদের দায়ের কোপে চাচা হারিছ শিকদার (৬৫) খুন হয়েছেন।

মঙ্গলবার রাত উপজেলার দাড়িপাকা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো চারজন। বুধবার দুপুরে নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। 

মামলা সূত্রে ও পুলিশ জানায়, উপজেলার দাড়িপাকা গ্রামের নিহত হারিছ শিকদারের সাথে আপন ভাতিজা জুলহাস উদ্দিন শিকদার, ছোহরাব শিকদার ও মাইনউদ্দিন শিকদারদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। মঙ্গলবার চাঁদনি রাতে বিরোধপূর্ণ ওই জমিতে ভাতিজারা ধান কাটতে যায়। রাতে ধান কাটছে এ খবর পেয়ে হারিস শিকদার ও তার দুই ছেলে ওই জমিতে গিয়ে ধান কাটায় বাধা দিলে অপর পক্ষ দা, টেটা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে।

এসময় দায়ের কোপে হারিস শিকদার, তার ছেলে আনোয়ার শিকদার (৩৫), দেলোয়ার শিকদার ও ভাতিজা আবুল কাশেম (৫৫) ও কাশেমের ছেলে রতন শিকদার গুরুতর আহত হন। পরে রাতেই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে রাত ১২টার দিকে মারা যান হারিস শিকদার।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় ১০জনের নাম উল্লেখ করাসহ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন নিহতের ছেলে আনোয়ার হোসেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।