নাটোরে স্বাস্থ্য বিভাগের নিকট এক হাজার স্টেরাইল সোয়াব ষ্টিক হস্তান্তর


করোনা ভাইরাস আক্রান্তের নমুনা পরীক্ষার পরিধি বাড়াতে নাটোরে স্বাস্থ্য বিভাগের নিকট এক হাজারটি স্টেরাইল সোয়াব ষ্টিক হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর দুইটায় সিভিল সার্জনের নিকট তাঁর কার্যালয়ে নিজস্ব অর্থায়নে ষ্টিকগুলো প্রদান করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহে এই ষ্টিকগুলো সহায়ক ভূমিকা পালন করবে। উপকৃত হবেন নাটোরের মানুষ।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, ষ্টিকগুলো ব্যবহার করে নাটোরে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে নমুনা পরীক্ষার পরিধি বাড়াতে পারবো।