নন্দীগ্রামে

৪ মাসে বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৫৮, মামলা ৪৮

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, বুধবার, ৩০ মে ২০১৮ | ৪৭৮

বগুড়ার নন্দীগ্রাম থানায় ওসি নাসির উদ্দিনের যোগদানের পর থেকে উপজেলা ও পৌর শহরের গ্রাম গঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ডাকাতি, নারী নির্যাতন সহ সকল অপরাধ কমে এসেছে।

নিয়মিত মাদক বিরোধী অভিযানের কারনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা কমে গেছে। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিপক্ষে তার জোরালো অবস্থানের কারনে অনেকে ব্যবসা ছেড়ে পালিয়েছে। ওসি নাসির উদ্দিনের সাথে আলাপকালে তিনি এই প্রতিনিধিকে বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

তবেই মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরো জানান, বর্তমানে সকল ধরনের অপরাধ কমে এসেছে। গত ৪ঠা ফেব্রুয়ারী থেকে গতকাল পর্যন্ত ৫৯জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১২২৯পিচ ইয়াবা, ১ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ৫গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, নন্দীগ্রাম থানার সকল পর্যায় থেকে অপরাধ নির্মূল করতে হলে স্থানীয় জনগন, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, সুশিল সমাজ, সংবাদকর্মী, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষক মন্ডলী, মসজিদের ঈমাম ও হিন্দু খিষ্টান ঐক্য পরিষদের সদস্য সহ সকল মানুষ কে এক হয়ে কাজ করতে হবে সকলে সকল কে সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে ।

এসময় ওসি নাসির উদ্দিন আরো বলেন, লিফলেট, পোষ্টার ও প্রচারনার মাধ্যমে অপরাধের বিরুদ্ধে জনগনকে সচেতন করে তুলতে হবে। সকলের পারস্পারিক সহযোগিতায় গনমূখী পুলিশি কার্যক্রম পরিচালনায় সচ্ছতা সৃষ্টি করে অপরাধ নির্মূল করতে আমরা বদ্ধ পরিকর।

এদিকে সুধি সমাজ মনে করে নন্দীগ্রাম থানার আইন শৃঙ্খলা আগের তুলনায় এখন অনেক ভালো। চুরি ডাকাতি নেই বললেই চলে। মাদক, সন্ত্রাস নারী নির্যাতন থেকে শুরু করে ছোটখাটো অপরাধ ঘটছে না। এখন সকাল হলে আর মাঠ থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির কথা শোনা যায় না। গ্রাম গঞ্জে মানূষ শান্তিতে ঘুমাতে পারছে।

নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে থানার ওসি নাসির উদ্দিনের বড় সাফল্য সকল এলাকার জুয়া বন্ধ করা। ফলে অপরাধের প্রবণতা আরো কমে যাবে। সব মিলিয়ে নন্দীগ্রামের মানুষ থানা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নিরাপত্তার মধ্যে দিয়ে রাতে নিরাপদে ঘুমাতে পারে।