ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন শক্ত.. ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১ পিএম, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ১২১৯

বীরনাহালী প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে  যেন সর্বদা বিভিন্নি এভেন্ট এ  মেতেই থাকে।

তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে চলে আসছিলো বীরনাহালী প্রিমিয়ার লীগ ( BPL )  টুর্নামেন্ট-২০১৭ ।

উত্তোজনা মূলক ও উৎসবমূখর পরিবেশে শেষ হলো ফাইনাল খেলা । এ খেলায় সুপার স্টার ক্রিকেট দল  হিরো বারছাজ দল কে হারিয়ে  চ্যাম্পিয়ান হয়। আজ ১৬-১২-২০১৭ (শনিবার) দুপুর ২টায়  বীরনাহালী মসজিদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

এ সময় তিনি বলেন ক্রিকেট খেলা হচ্ছে আজ আমাদের দেশের সম্মান। ক্রিকেটে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন শক্ত, বাংলা মায়ের দামাল ছেলেরা এনে দিয়েছে সে সম্মান।

আমরা এখন অনেক শক্তিশালী দল,আমাদের সাথে খেলতে অনেক দলই ভয় পায়। আমাদের সাথে জিততে হলে ছলণার অাশ্রয় নিতে হয় যা আমরা গত বিশ্বকাপে দেখেছি।

কাজেই আমি তোমাদের আহবান জানাই তোমরা শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় এই বাংলাদেশের মান বাড়াও।আজ তোমাদের মাঝে থেকে বের হতে পারে আগামী দিনের মাশরাফি, সাকিবরা ।  

এবং কি এই খেলার মাঠ থেকেই বের হতে পারে জাতীয় দলের খেলোয়াড়। আমরা টাংঙ্গাইল বাসী আশা করব আমাদের টাঙ্গাইল থেকেও যেন উঠে আসে জাতীয় দলের খেলোয়াড়।  খেলা শেষে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন প্রধান অতিথি। 

 

আব্দুস ছবুর তালুকদার এর সভাপতিত্বে উক্ত খেলায় আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল নেত্ববৃন্দ।

আয়োজনে ছিলেন বীরনাহালী সু-প্রভাতি যুব সংঘ।