টাঙ্গাইলে আরো ২ জন আক্রান্ত; মোট ২০


টাঙ্গাইলে নতুন করে আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সখীপুরে ১ জন ও দেলদুয়ার উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে এ জেলায় ২০ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হল।
সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, কোন প্রকার উপসর্গ ছাড়াই প্রাইভেট এ্যাম্বুলেন্স ড্রাইভারের করোনা পজিটিভ হয়েছে। সে নিয়মিত রোগী নিয়ে ঢাকা আসা-যাওয়া করেছে। তার পরিবারের সদস্যদের ও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।
অন্যদিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের একব্যক্তি রাজবাড়ি জেলার গোয়ালন্দ ঘাটে চাকরি করতেন। তিনি সেখান থেকেই নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষার পর তিনি করোনা পজিটিভ হলে সেখান থেকে সরাসরি ধামরাইয়ে শ্বশুড়বাড়িতে চলে যান।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘রবিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। এরমধ্যে আক্রান্ত একজন সখীপুর উপজেলার বাসিন্দা। এছাড়া জেলার দেলদুয়ার উপজেলার বাসিন্দা এক ব্যক্তি রাজবাড়ীতে করোনা পরীক্ষা করায়। সেখানে তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন।’