মন্ত্রী ছায়েদুল হকের প্রথম জানাযা সম্পন্ন,গার্ড অব অনার প্রদান

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ | ৬২৩
সদ্য প্রয়াত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের প্রথম জানাযা সম্পন্ন হয়েছে।
 
আজ (রোববার/১৭ ডিসেম্বর) সকালে মন্ত্রীর মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেয়া হয় এবং সোয়া দশটার দিকে প্রথম জানাযা সম্পন্ন হয়।
 
জানাযা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
 
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম জানাযা শেষে মন্ত্রীর মরদেহ হেলিকপ্টার যোগে তার নির্বাচনী এলাকা নাসিরনগরে নেওয়া হবে। পরে সেখানে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় দ্বিতীয় জানাযা শেষে তার গ্রামের বাড়ি পূর্বভাগে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
 
এরপর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে ছায়েদুল হককে দাফন করা হবে।
 
মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক শনিবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।