যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় এক নারীর লাশ উদ্ধার


টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর নিচে গতকাল শুক্রবার দুপুরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৩ জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল পুনরায় আজ শনিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘন্টার পর নৌকা ডুবার স্থান থেকে ৩ কি.মি. দক্ষিণে পাথরকাটা এলাকা থেকে এই নারীর মৃতদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই নারীর নাম অলিভিয়া (২২) বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সারাদেশে যানবাহন চলাচল বন্ধ। এ পরিস্থিতিতে প্রশাসনের চোখ এড়িয়ে নদীপথে বাড়ি ফেরার চেষ্টা করছে মানুষ। লকডাউনে বঙ্গবন্ধু সেতু বন্ধ থাকায় শুক্রবার দুপুরে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলার কাছে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১জনকে বিভিন্ন ভাবে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারী ও এক শিশু নিখোঁজ হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল কাল নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনকে উদ্ধারে অভিযান চলছে। এদের মধ্যে অলিভিয়া নামে এক নারীকে উদ্ধার করা হয়েছে। বাকীদেরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।