টাঙ্গাইলে দর্জি ও টিউবওয়েল মিস্ত্রিদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | ৪৬৮
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে দর্জি শ্রমিক ইউনিয়ন ও সেনেটারী টিউবওয়েল মিস্ত্রি সমিতির সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
 
টাঙ্গাইল জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আজ বৃহস্পতিবার দুপুরে দর্জি শ্রমিক ইউনিয়নের ১৫০ জন ও সেনেটারী টিউবওয়েল মিস্ত্রি সমিতির ১১৫ জন সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির মোঃ জয়নাল আবেদীন খান, সহকারি নাজির মোঃ সিরাজুল ইসলাম, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব) প্রমুখ ।