মির্জাপুরে তিন ড্রেজার ও পাইপ ধ্বংস

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:১৯ পিএম, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | ৬৪৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯ নং বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া-চান্দুলিয়া লৌহজং ব্রিজ সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বৃহস্পতিবার (১১ জুন) সকালে বহুরিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. শওকত আলী খান ও তার সহোদর বড় ভাই মো. আউলাদ খানের দুটি ড্রেজার ও বুধবার (১০ জুন) দুপুরে বহুরিয়া ইউনিয়ন যুবলীগের (সাবেক) যুগ্ম-আহ্বায়ক মো. ছানোয়ার হোসেনের ১ টি ড্রেজার ধ্বংসসহ দুদিনে মোট ৩টি বাংলা ড্রেজার ও তিন হাজার ফিট পাইপ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বহুরিয়া ইউনিয়নের বাসিন্দা প্রভাবশালী ছানোয়ার, শওকত ও আউলাদ প্রতি বছরই অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন। ভয়ে তাদের কেউ কিছু বলতেও পারেনা এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার (১১ই জুন) বহুরিয়া এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তিনটি বাংলা ড্রেজারসহ ৩ হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার পূর্ব মূহুর্তে প্রশাসনের লোকজনদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার ধ্বংস এবং তিন হাজার ফিট পাইপ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অবৈধ ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।