রাতেই খাদ্য সহায়তা পৌছে দিলেন ভিক্ষুকের বাড়িতে ইউএনও


করোনাভাইরাস(কোভিড-১৯) প্রাদূর্ভাবে বন্ধ হয়ে গেছে সব ধরনের দোকান পাট। এতে ঘর থেকে বের হতে পারছে না ভিক্ষুকরা।
সেজন্য ভিক্ষুকের ঘরে খাবার নেই, ফোন পেয়ে রাতেই ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে ঐ ভিক্ষুক মহিলার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে তিনি উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভিক্ষুক মহিলার বাড়িতে চাল, ডাল ও আলু,পেয়াজ,লবন ও তৈল পৌঁছে দেন।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, একজন ফোন করলো ঐ ভিক্ষুক মহিলার ঘরে খাবার নেই। তাই তার জন্য কিছু খাদ্য সহায়তা নিয়ে বাড়ি পৌছে দিলাম। এ সময় তার সাথে ছিলেন তার গাড়ির ড্রাইভার।