ঘরে ঘরে খাবার পৌছে দিল টাঙ্গাইল স্বেচ্ছাসেবকদল


এবার টাঙ্গাইল পৌর শহরের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিল জেলা স্বেচ্ছাসেবকদল।
সোমবার (১৩ এপ্রিল)সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি তারিকুল ইসলাম ঝলকের নেতৃত্বে ও নেতাকর্মীদের সহযোগিতায় শহরের সাহপাড়া ও মালঞ্চপট্টির কর্মহীন শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরিবারগুলোর প্রত্যেককে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় কেজি আলু আর একটি করে সাবান দেয়া হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম সফি, সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, সিনিয়র যুগ্ম-সম্পাদক রেজাউন হাবিব পিপুল, যুগ্ম-সম্পাদক হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও জীবানুনাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।