ঘরে ঘরে খাবার পৌছে দিল টাঙ্গাইল স্বেচ্ছাসেবকদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ৫১৮

এবার টাঙ্গাইল পৌর শহরের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিল জেলা স্বেচ্ছাসেবকদল।

সোমবার (১৩ এপ্রিল)সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি তারিকুল ইসলাম ঝলকের নেতৃত্বে ও নেতাকর্মীদের সহযোগিতায় শহরের সাহপাড়া ও মালঞ্চপট্টির কর্মহীন শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পরিবারগুলোর প্রত্যেককে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় কেজি আলু আর একটি করে সাবান দেয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম সফি, সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, সিনিয়র যুগ্ম-সম্পাদক রেজাউন হাবিব পিপুল, যুগ্ম-সম্পাদক হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও জীবানুনাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।