আজ ৪১ জন আক্রান্তের মধ্যে ২০ জনই ঢাকার


নতুন করে আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জনই ঢাকা শহরের বিভিন্ন এলাকার বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এই সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ।
এরপর আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে আরো ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে।’
এদের মধ্যে ২০ জনই ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এছাড়া অন্য ২১ জনের মধ্যে নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লার ১ জন, ঢাকা জেলার কেরানীগঞ্জের ১ জন এবং চট্টগ্রামের একজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ১। তাদের দুইজন ঢাকার ও ঢাকার বাইরের বিভিন্ন জেলার তিনজন বলেও উল্লেখ করেন তিনি।
কোন জেলায় কতজন আক্রান্ত (১৬২ জনের হিসাব, দুজনের অবস্থান এখনো জানা যায়নি)
ঢাকা মহানগর - ৮৪ জন
মহানগরে বাইরে ঢাকার বিভিন্ন উপজেলায়- ৫ জন
নারায়ণগঞ্জ- ৩৮ জন
মাদারীপুর- ১১ জন
গাইবান্ধা- ৫ জন
চট্টগ্রাম- ৩ জন
চুয়াডাঙ্গা- ১ জন
কুমিল্লা- ২ জন
কক্সবাজার- ১ জন
গাজীপুর- ১ জন
জামালপুর- ৩ জন
মৌলভীবাজার- ১ জন
নরসিংদী- ১ জন
রংপুর- ১ জন
শরিয়তপুর- ১ জন এবং
সিলেট- ১ জন