টাঙ্গাইলে “দেশটাকে পরিষ্কার করি দিবস” পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৫২৪

“চারপাশে ময়লা নাই এমন একটা দেশ চাই” এই শ্লোগান কে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলেও পরিবর্তন চাই আয়োজিত দেশটাকে পরিস্কার করি দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের আয়োজনে পরিবেশ ও সামাজিক উন্নয়ন গ্রুপ, প্রিয় টাঙ্গাইল জেলা গ্রুপ, বিডি ক্লিন এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও অন্যান্য সংগঠনের ব্যানার থেকে এ দিবসটি পালন করা হয়।

এসময় টাঙ্গাইল নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশটাকে পরিস্কার করি দিবসে একাত্বতা পোষণ করেন।

পরে শহীদ মিনার থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিস্কার করে টাঙ্গাইল প্রেসক্লাবে গিয়ে বিভিন্ন ড্রাস্টবিনে বর্জ্য ময়লা ফেলে দেয়া হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, সারাদেশে আমরা সবাই মিলে দেশটাকে পরিস্কার রাখি তাহলে আমাদের বাংলাদেশ অন্যান্য উন্নত দেশের মত পরিস্কার দেশ হবে বলে আমার ধারনা। এবং সবাইকে একত্রে হয়ে কাজ করতে হবে ও সব সংগঠনের এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, “পরিবর্তন চাই” সংগঠনটি ২০১৪ সাল থেকে একদল পরিবর্তনকামী মানুষের উদ্যোগে যাত্রা শুর করে। যার মুলে উদ্দেশ্যে হচ্ছে, সকল অন্যায়, অসুন্দর আর আবর্জনার বিপরীতে সত্য সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। আর এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটির সকল সদস্যরা।