শ্যামপুরে এক গৃহবধুকে মারপিটের অভিযোগ

এম হামিদুর রহমান লিমন, রংপুর
প্রকাশিত: ০৫:৪১ পিএম, বুধবার, ১ এপ্রিল ২০২০ | ৫৫৮

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার আজেদা নামে এক গৃহবধুকে মারপিটের অভিযোগ ওঠেছে। তার আত্মচিৎকারে দেবর,ভাসুড় গ্রাম পুলিশসহ গ্রামবাসীরা এগিয়ে এসে গৃহবধুকে রক্ষা করে। এ সময় প্রতিপক্ষরা তাদেরকেও বেধড় মারপিটে আটজনকে আহত হয়।

এ ব্যাপারে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের আচার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায় আচার পাড়া গ্রামের বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে সাথে মনজিলা বেগমের ক্রয়কৃত জমি নিয়ে আদালত কর্তৃক রায় ও দখল পাওয়ার পর একই গ্রামের অপুর উদ্দিন ও তার ছেলে মমিনুল ইসলাম ও মকছুদুল হক ক্ষিপ্ত হয়ে থাকে। এর জেরে বুধবার সকালে মিন্টু মিয়ার স্ত্রী আজেদা বেগমকে কৌশলে বাড়ি থেকে ডেকে বাহিরে এনে অপুর উদ্দিন ও তার ছেলে মমিনুল ইসলাম ও মকছুদুল হক বেধড় মারপিট করে। আজেদার আত্মচিৎকারে প্রথমে দেবর ফারুক এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কোপাতে থাকে। তাদের ২ জনের আত্মচিৎকারে গ্রাম পুলিশ মনু মিয় ও তার স্ত্রী হাসিনা ও ফারুকের স্ত্রী মুক্তারা বেগম এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় সবারের আত্ম চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে তাদেরকেও মারধর করে। এ ঘটনায় ৮ জন আহত হলে তাদের বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।