ভোলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা
প্রকাশিত: ১১:৩৯ এএম, সোমবার, ৩০ মার্চ ২০২০ | ৪৩৩

ভোলা সদর পৌর এলাকা থেকে ৩০ পিচ ইয়াবা সহ মো. সোহেল (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

ররিবার রাতে ভোলা সদর পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সোহেল ভোলা সদর থানার পৌরসভা ৫নং ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রবিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ নাফিউল ইসলাম ও সংগীয় ফোর্স নিয়ে পৌরসভা ৫নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার কিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।