ঘাটাইলে করোনা ঠেকাতে ছিটানো হচ্ছে জীবানুনাশক

ঘাটাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২ পিএম, রোববার, ২৯ মার্চ ২০২০ | ১৬২

করোনাভাইরাসের সংক্রমন রোধে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন হাট বাজার, সড়ক ও জনসমাগম বেশি হয় এমন এলাকায় জীবানুনাশক ছিটানো শুরু করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় জীবানুনাশক ছিটানোর কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

একই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা স্থানীয়দের সহযোগিতায় স্ব স্ব এলাকার বাজার এলাকায় জীবানুনাশক ছিটানোর কাজ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেখানে ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার গুরুত্বপূর্ন সব জায়গাতেই ছিটানো হবে।

এদিকে ঘাটাইল পৌরসভার  মেয়র শহিদুজ্জামান খান পৌর এলাকার বিভিন্ন স্থানে জীবানুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রেখেছেন।