রংপুরে করোনা প্রতিরোধে জেলা পরিষদের সদস্যের মাস্ক ও সাবান বিতরণ


করোনা প্রতিরোধে রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাস্ক ও সাবান বিতরণ করেছেন রংপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম।
আজ শনিবার বিকালে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বাজার সহ আশপাশের এলাকায় এ মাস্ক ও সাবান বিতরণ করেন।
এসময় তিনি জনসচেতনার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন দোকানের সামনে তিন ফুট পর পর বৃত্ত একে দেন।এবং মাইকিং ও লিফলেটও বিতরণ করেন।
রফিকুল রহমান বলেন, করোনা ভাইরাস বিশ্বে বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। আমাদের আতংকিত না হয়ে সচেতনার মধ্য দিয়েই করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে । সেই লক্ষ আমি এক হাজার মাস্ক, সবান সহ মাইকিং ও লিফলেট বিতারণ করে জনগণকে সচেতন করার পরামর্শ দিচ্ছি।