সখীপুরে সিঙ্গাপুর ফেরত একজনকে ১০ হাজার টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৬ পিএম, বুধবার, ১৮ মার্চ ২০২০ | ৪৬০

টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৮ মার্চ) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদন্ডের আদেশ দেন। অর্থদন্ড-প্রাপ্ত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম। তিনি কাকরাজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

সত্যতা নিশ্চিতত করে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান জানান, গত (৭ মার্চ) উপজেলার কাকরাজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের হামিদুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে আসেন।

এরপর তার সাথে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার (১৮ মার্চ) সকালে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।