ধনবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত


টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নাঈম নামে এক স্কুলছাত্র আজ বুধবার সকালে নিহত হয়েছে।
নিহত নাঈম উপজেলার মমতাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে নাঈম তার বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে মাথার গুরুতর আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।