মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, রোববার, ৮ মার্চ ২০২০ | ৪৫৫

প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে রোববার (৮মার্চ) সকালে চাইল্ড হেলথ্ রিসার্চ ফাউন্ডেশনের (সি,এইচ,আর,এফ) আয়োজনে বর্নাঢ্য র‌্যালী হয়। র‌্যালীটি পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে মির্জাপুর বাজারের প্রধান প্রধান সড়ক ও কুমুদিনী হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়।


মেডিকেল কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সি,এইচ,আর,এফ নির্বাহী পরিচালক প্রফেসর সমীর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সি,এইচ,আর,এফ’র সহকারি পরিচালক মাকসুদা ইসলাম, বিজ্ঞানী ডা. সেজুতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হালিম, ডা. এস.এম শহিদুল্লাহ, ডা. এম.এ জলিল, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন, ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষক হেনা সুলতানা, সি,এইচ,আর,এফ’র ফিল্ড রিচার্স ম্যানেজার মো. শামীম প্রমুখ।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় এবং দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক, সমবায় অফিসার আমিনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, পল্লী উন্নয়ন অফিসার নিলুফা ইয়াসমিন প্রমুখ