শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই:কৃষিমন্ত্রী

আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষৎ । আমাদের ছেলে মেয়েদের কে নেশা ও মাদক থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। এবং কী ছেলে মেয়েদের কে সুশিক্ষায় শিক্ষিত করতে খেলাধুলা অগ্রণী ভূমিকা রাখবে।
গত শনিবার বিকেল টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি গ্রামে কৃষিমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত মুশুদ্দি রেজিয়া কলেজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি চরপাড়া একাদশ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। উক্ত খেলায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আজ বিশে^ একটি রেকর্ড, এই ভাষণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে।
মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, ধনবাড়ী উপজেলা আওয়ামীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফরিদ আহমাদ। পরে বিজয়ী দলের মাঝে মন্ত্রী পুরুস্কার তুলে দেন। খেলায় ধনবাড়ী,মধুপুর,গোপালপুর, সরিষাবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে।
এর আগে দুপুরে টাঙ্গাইলের মধুপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদ্রাসার একশত বর্ষীপূর্ত অনুষ্ঠানে কৃতি মিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ কালে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, ৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের মানুষ মুক্তিযোদ্ধে অংশ নিয়ে এদেশ কে একটি স্বাধীন রাষ্ট্রে পরিনিত করেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে।
মাদ্রারাসার অধ্যক্ষ মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরোওয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোসেন, মধুপুর উপজেলা ম্যাধমিক শিক্ষক সমিতির সভপতি এ্যাভোকেট ইয়াকুব আলী, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ সহ মধুপুর উপজেলা আওয়ামীলীগ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।