অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রী উদ্ধার, আদালতে প্রেরন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৪ পিএম, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ | ৫৯০

টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রী ইসরাত জাহান সাদিয়াকে উদ্ধার করেছে মির্জাপুর থানা পুুলিশ।
বুধবার রাতে ঢাকা যাওয়ার পথে উপজেলার কুরনি এলাকায় যাত্রীবাহি বাস থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে,১৯ নভেম্বর সন্ধায় ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের শহিদ সিদ্দিকীর দশম শ্রেণিতে পড়–য়া মেয়ে ইসরাত জাহান সাদিয়কে পার্শ্ববর্তী চাচার বাড়িতে যাওয়ার পথে কাওসার আহমেদ জিএম ও তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় সাদিয়ার বাবা শহীদ সিদ্দিকী ২০ নভেম্বর মির্জাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

২২ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুরনি এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে পুলিশ সাদিয়াকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়ীত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

বৃহস্পতিবার সকালে অপহৃত সাদিয়ার জবানবন্দি রেকর্ডের জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন নাটিয়াপাড়া থেকে ঢাকা যাওয়ার পথে কুরনি এলাকায় যাত্রীবাহি বাস থেকে সাদিয়াকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জবানবন্দি রেকর্ডের জন্য ওই ছাত্রীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।