বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সহ-সদস্য সচিব সজীব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪১ পিএম, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ | ২০০০

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সহ-সদস্য সচিব নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের জাহিদ আহম্মেদের ছেলে মো. সজীব আহম্মেদ।

শুক্রবার দোহার নাজমায় গুড জামান রেষ্টুরেন্টে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে আহ্বায়ক, ইয়াছিন খান পাশা, আবদুর রাজ্জাককে, যুগ্ম-আহ্বায়ক, শামস শাহীনকে সদস্য সচিব, মো. সজীব আহম্মেদ ও মোহাম্মদ শরীফ টিটুকে, সহ-সদস্য সচিব, মো. আশ্রাফুল আলম ডাবলুকে প্রধান সম্বনয়কারী, মো. ইউনুছ চৌধুরীকে অর্থ সচিব করে ২১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কাতারে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স চালু করা, রাষ্ট্রায়াত্ব ব্যাংক কাতারে শাখা চালু করা ও সাড়ে চার লাখ প্রবাসী বাংলাদেশীদের জন্য একটা কালচারাল সেন্টার চালু করার জন্য কর্তৃপক্ষ প্রবাসীদের কল্যানে কাজ করার প্রত্যয়ে নতুন উদ্যোমে বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থা কাতারের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সহ-সদস্য সচিব মো. সজীব আহম্মেদ।

সজীব আহম্মেদ বাংলাদেশ কাতার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও আন্তজার্তিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার শাখার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।