“নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের মিটআপ অনুষ্ঠিত


বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম “নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” টাঙ্গাইলে সপ্তম মাসিক মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের আইকন প্লাস ইউনিভার্সিটি কোচিং সেন্টারে এ মাসিক মিটআপ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এম্বাসেডর ইবনে সাইম রানা, কমিউনিটি ভলেন্টিয়ার ইকবাল হোসেন, মোহাম্মদ আল আমীন, জহিরুল ইসলাম জহির, মাজেদুল ইসলাম রুবেল, রবিন প্রিন্স রাজন, আবিরুল হাসান সোহেল, সঞ্জয় দাস, ছানোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন এনআরবি দক্ষিণ কোরিয়ার প্রবাসী হোসাইন জাকির, সিঙ্গাপুর প্রবাসী হাফিজুর রহমান তুষারসহ জেলার এবং ঢাকার সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতেই মিটআপে নবম ব্যাচের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এম্বাসেডর।