টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ | ৪৪৪
টাঙ্গাইলে যাত্রীবাহী এক বাসের চাপায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। 
 
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায় নি।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার জানান, বিকেলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জ ট্র্যাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-০০৭৫) গাড়িটি ঢাকা যাচ্ছিলো। পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকা অতিক্রম করার সময় বাসটি একটি ভ্যান গাড়িকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক ও একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।