ধনবাড়ীতে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

ধনবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৫ পিএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ | ৫৪৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে তারা মিয়া (৬০) নামের এক অটো ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ে যায়।

১২ ফেব্রুয়ারী বুধবার রাতে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ তারা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত তারা মিয়া ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড় গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া জানান ১২ ফেব্রুয়ারী (বুধবার) প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হয়। সে ঐ রাতে আর বাড়ীতে ফিরেনি। গতকাল বুধবার রাতে কোন এক সময় তারা মিয়ার কাছ থেকে একদল দুর্বৃত্ত তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

পরে মোমিনপুর এলাকার রাস্তার পাশে তার লাশ একটি কলাবাগানে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন পড়ে থাকা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুুুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তারা মিয়ার ছেলে মাছুদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।