ভোলায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
 
												 
																			ভোলা সদর মডেল থানাধীন পৌর এলাকা থেকে ২৫ পিচ ইয়াবা সহ রিপন সরদার (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারী) রাত আড়াইটার দিকে ভোলা সদর পৌর ৪ নং ওয়ার্ডে এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন সরদার ভোলা সদর উত্তর চরনোয়াবাদ পৌর ৪ নং ওয়ার্ডের মৃত মহাদেব সরদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই শান্তনু দেবনাথ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর পৌর ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে রিপন সরদার নামের এক যুবককে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। পরে তাকে ভোলা সদর মডেল থানায় সোর্পদ করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
                         
 
             
            