বড়াইগ্রামে ট্রাক্টরের নীচে পড়ে হেলপারের মৃত্যু


নাটোরের বড়াইগ্রামে মোয়াজ্জেম হোসেন (১৬) নামে এক কিশোর হেলপার ইট বোঝাই ট্রাক্টরের নীচে চাপা পড়ে নিহত হয়েছে।
সে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর এনএমপি বিক্সসের ট্রাক্টরের হেলপার হিসাবে দায়িত্বপালন কালে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মানইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম হোসেন মাইনর গ্রামের শফিকুল ইসলাম ওরফে সবাজ উদ্দিনের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, মোয়াজ্জেম মঙ্গলবার দুপুরে ট্রাক্টরে করে ভাটার বিক্রি করা ইট পৌঁছে দিতে যাচ্ছিল। এ সময় পথে হঠাৎ করেই মোয়াজ্জেম হাত ফসকে রাস্তায় পড়ে গিয়ে চাকার নীচে পিষ্ট হয়।
পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।