কলেজছাত্র ইসরাককে কুপিয়ে হত্যার ঘটনায় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ | ১৭৪৪

টাঙ্গাইলে কলেজছাত্র তানভীর মাহতাব ইসরাক (২০) কে কুপিয়ে হত্যার তিনঘন্টার মধ্যে হত্যার অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শহরের বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে বড় কালিবাড়ী পুকুর থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এই অস্ত্রের মাধ্যমেই হত্যা করা হয়েছে ইসরাককে।

এদিকে ঘটনার পরই বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের এক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসি ক্যামেরার সেই ফুটেজে ঘটনার পর ৫/৬ জন যুবকের এক দলকে দৌড়ে ঘটনাস্থল থেকে পালাতে দেখা গেছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন ৬ থেকে ৭ জন যুবককে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে জেলা পুলিশের একাধিক টিম দোষীদের ধরতে মাঠে কাজ করছে।

উল্লেখ্য, আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে কলেজছাত্র তানবীর মাহতাব ইসরাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ইসরাক শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। সে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের টাঙ্গাইল ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ২য় সেমিষ্টারের শিক্ষার্থী ছিলো।