টাঙ্গাইলে কলেজ বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত


টাঙ্গাইলে কলেজ বাস চাপায় আরমান রায়হান (২৩) নামের পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ গেইট সংলগ্ন সিএমবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান টাঙ্গাইল পুলিশ লাইন্সের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন৷
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম জানান, আজ সকালে আরমান মোটর সাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন। পথে শহরের কলেজ গেইট সংলগ্ন সিএমবি রোড এলাকায় পৌঁছলে করটিয়ার সরকারি সা’দত কলেজের একটি বাস তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে আরমান রায়হান গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।