গাইবান্ধায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়েছে ৩৪২২৩ জন

মো:সামছুর রহমান হৃদয়, গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ | ৪৬৬
৩ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
 
এবার গাইবান্ধা জেলা থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী  অংশ গ্রহণ করেছে।
 
জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন জানান, গাইবান্ধা জেলায় এবার ৭২টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৪০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ১৫১, দাখিল ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২১৫ জন, ভোকেশনাল ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৮৯ ও দাখিল (ভোকেশনাল) ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮জন। মোট ৭২টি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২২৩ জন। তিনি আরও জানান সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে।