বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে কম্বল বিতরণ

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ০৩:৪১ পিএম, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ | ৪৮১
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার অটিস্টিক ও প্রতিবন্দ্বী বিদ্যালয়”-এ প্রতিবন্দ্বী ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ।
 
৩ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয়ে এ কম্বল বিতারণ করা হয়। 
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুজা-উদ-দ্দৌলা লিপ্টন, কম্বল বিতরণের উদ্যোক্তা “রান ডিভেলপমেন্ট সোসাইটি”র মহাসচিব গাউসুল আজম শিমু। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ফজলে রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু সহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।