টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ পিএম, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | ৬৩১

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

প্রথমে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন,টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী গোলাম আজম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বজলুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ অন্যান্য ব্যক্তিবর্গ। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদ।