টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারন সম্পাদক আঃ কাদের ভুইয়া জুয়েলের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা সেচ্ছাসেবকদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হক শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডঃ ফরহাদ ইকবাল প্রমূখ।
এ সময় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ রউফের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম,সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ তালুকদার, আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম মনিরুল হক মনির। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদার ও তাইবুর রহমান আসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।