গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ আটক ২


গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হামিদুল ও সাবিরুল নামে দুই যুবককে ফেনসিডিলসহ আটক করেছে থানা পুলিশ।
২৮ জানুয়ারী রাতে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট রোড থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামী হামিদুল কানাগাড়ি গ্রামের হালিমের ছেলে ও সাবিরুল ইসলাম পূর্ব ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায় গোবিন্দগঞ্জ থানার একটি টহল টিম গোবিন্দগন্জ- ঘোড়াঘাট রোডে "সরকার এন্টারপ্রাইজের" ঢাকা মেট্রো -ট ২২-৬৫৬৯ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে আপেলের কার্টুনে বিশেষ কায়দায় প্যাকিং করা ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এসময় হামিদুল সহ ট্রাকের চালক সাবিরুল ইসলামকে আটক করে।
এই চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হতে ট্রাকে অন্যান্য মালামালের আড়ালে ফেনসিডিল বহন করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে থানায় একটি মাদক মামলা হয়েছে।