তারেক রহমানকে গ্রেফতার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৪ পিএম, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭ | ১০৬০

বিদেশে অর্থ পাচারকারী, এতিমদের অর্থ আত্মসাৎকারী খুনি খালেদা ও তার কুপুত্র গ্রেনেড সন্ত্রাসী, আন্তর্জাতিক তালিকাভূক্ত দূর্নীতিবাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের কালিহাতী বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগ।


৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি কলেজের বিভিন্ন চত্তর প্রদক্ষিণ করে কলেজ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের সদস্য সুমন মিয়া, শফিকুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, মানিক চন্দ্র পাল, বিজন বিশ্বাস, আযহারুল ইসলাম পল্লব, শিপন ও শুভ দাস প্রমুখ।