কালিহাতীতে সি.এইচ.সি.পি দের সম্মাননা প্রদান অনুষ্ঠান


প্রকাশিত: ০৫:০২ পিএম, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭ | ১১৬৩

 শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ শ্লোগানে মা ও শিশুর স্বাস্থ্য সেবায় অনলাইন ঈঙওঅ রির্পোটিং রেজিষ্ট্রেশনে বাংলাদেশের মধ্যে কালিহাতী উপজেলা সি.এইচ.সি.পি প্রথম হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর সকাল ১১ টায় কালিহাতী বি.সি.এইচ.সি.পি এসোসিয়েশনের আয়োজনে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের এম.আই.এস কনসালটেন্ট ওয়াসিকুর রহমান, উপজেলা হেলথ ইনচার্জ ইন্সপেক্টর বাবু চন্ডী চরন তালুকদার, পাটনার্স ইন হেলথ এ ডেভেলপমেন্টের একাউন্ট এন্ড এডমিন অফিসার ইউসুফ হোসেন, পি.এইচ.ডি কর্মকর্তা আমিনুর ইসলাম, উপজেলা সি.এইচ.সি.পি এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাসুদুর রহমান সিদ্দিকী, উপদেষ্টামন্ডলীর সদস্য রেজাউল করিম, সভাপতি জুলহাস উদ্দিন, সি.এইচ.সি.পি শাহাদৎ হোসেন ও জেসমিন খান প্রমূখ।

এ সাফল্যের জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছাসহ সি.এইচ.সি.পি দের মধ্যে অনলাইন ঈঙওঅ রির্পোটিং রেজিষ্ট্রেশনে ভালো ফলাফল অর্জনকারীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মেডিকেল টেকনোলজিষ্ট দিপক রঞ্জন সরকার।